তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে বর্তমান সরকারের প্রতি সেই দিকে নজর দিয়ে অতি জরুরি এর সমাধান করার আহবান জানান তিনি।
১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জামালপুর শহরের বকুলতলা মোড়ে তৃণমূল বিএনপির ব্যানারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথ বলেন বিএনপিনেতা শামীম আহমেদ।
তৃণমূল বিএনপিকে সু-সংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাবায়নের লক্ষ্যে ও নিত্যপণ্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবেলার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
শামীম আহমেদ জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি প্রসঙ্গে বলেন, তৃণমূল বিএনপির ব্যানারে জামালপুর শহরে বেশ কিছুদিন ধরে আন্দোলন হচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দাবিকে সম্মান দেখিয়ে আমাদের অভিভাবক বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান মহোদয়কে অবহিত করুন যে, আজকে জামালপুর জেলা বিএনপির কি অবস্থা।
তিনি আরও বলেন, তৃণমূলের নেতৃবৃন্দ ও কর্মীরাই বিএনপির মূল খুঁটি। যেহেতু এই তৃণমূল পর্যায়ের বিএনপির দাবি উঠেছে। আমি বিশ^াস করি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সহমান সাহেব তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের কথা শুনবেন আমার বিশ^াস। অবিলম্বে জামালপুর জেলা বিএনপি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি করে দিতে হবে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের মাধ্যমে সব সুরাহা করা হোক। বিভেদ দূর হোক। হিংসা দূর হোক।
বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর বর্তমান অন্তবর্তীকালীন ড. মুহাম্মদ ইউনূছের সরকারকে দেশ পরিচালনায় যেমন পূর্ণ সহযোগিতা করে আসছে বিএনপি। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্রের মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় বিএনপি থেকে দেশব্যাপী সমাবেশ কর্মসূচি দিয়েছে। জামালপুরের তৃণমূল পর্যায়ের বিএনপি এই কর্মসূচি বাস্তবায়নে মাঠে আছে, থাকবে। এই কর্মসূচিগুলোতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
জামালপুর জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, কেন্দ্রীয় মহিলাদলের সদস্য ইতি রানী সরকার, জামালপুর জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নওশাদ হোসেন শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, জামালপুর শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, মেলান্দহ উপজেলার বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মো. আজম খান, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস ও মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপিনেতা মো. মহব্বত হোসেন, শহর যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম, জেলা যুবদলের সম্পাদকমন্ডলীর সদস্য রাশেদুল ইসলাম রনি, জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্মসাধারণ সম্পাদক রানা ম্যানশন ও আবু তালহা, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোরশেদ আলম খান, দেওয়ানগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইখতিয়ার হোসেন সাগর, মেলান্দহ উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জামালপুর সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক মাইনুল ইসলাম ও যুগ্মআহবাযক মোহাম্মদ আলী, যুবনেতা ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, যুবনেতা বুলবুল হোসেন হৃদয়, খোকন, মৃদুল, সুমন, রাজা সরকার প্রমুখ। জামালপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের বিএনপি ও বিভিন্ন অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই জনসভায় অংশ নেন।