ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে খেলতে পারেননি তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দলে ছিলেন না টাইগার এই পেসার। গোড়ালির সেই চোটের জন্য গেল রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন।
এরপর গত ২৯ এবং ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হন তাসকিন। আর আজ বৃৃহস্পতিবার আরো একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন টাইগার এই পেসার। সবমিলিয়ে তিন জন স্পোর্টস ফিজিশিয়ানকে দেখালেন তাসকিন।
তাতে আপাতত ছুরি-কাচির নিচে যেতে হচ্ছে না টাইগার এই পেসারকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন বিষয়টি।
তিন জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত রিহ্যাভ করেই মাঠে ফিরতে পারবেন তাসকিন। তবে কবে নাগাদ মাঠে দেখা যাবে তাকে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আরো বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে তার।
এর আগে জানা গিয়েছিল উন্নত চিকিৎসা নিলেও বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই চলতে হবে তাসকিনকে। এটা সহনীয় পর্যায়ে থাকলেও একেবারে নিমূল সম্ভব নয়। যতদিন খেলবেন এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।
চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাসকিন ফেসবুকে লিখেছিলেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’