নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে বাহিনীর “প্রান্তিক শক্তি” ও “সন্জ্ঞীবন প্রজেক্ট” নামেত নতুন কর্মসূচির তাৎপর্য তুলে ধরেণ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন এই কর্মসূচি সুবিধাবঞ্চিত সদস্যদের প্লাটুন সংগঠন কেন্দ্রিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগ ও বিনিয়োগ কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে জীবিকা উন্নয়নে নতুন ধারার সূচনা করবে।
মঙ্গলবার ( ১৩ মে) রাতে বাহিনীর গণসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আতিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি এসডিজি লক্ষ্য অর্জনে বাহিনীর প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
মহাপরিচালক শরীয়তপুর সদর উপজেলায় অবস্থিত আড়িগাঁও আনসার ভিডিপি ক্লাব-সমিতি এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন। মাদারীপুর আনসার ব্যাটালিয়নে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও সিপাহীদের প্রতি নিজ নিজ দায়িত্ব-কর্তব্য এবং মাটি ও মানুষের উন্নয়নে নিবেদিতপ্রাণ আনসার বাহিনীর কর্মপন্থা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুগোপযোগী এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজ দায়িত্ব পরিধিকে অগ্রাধিকার দিতে হবে; ব্যক্তিগত স্বার্থ ও লক্ষ্যহীনতা নয়। তিনি বাহিনীর সকল সদস্যকে প্রবল দেশপ্রেম, আদর্শ, সততা নিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় একযোগে সমন্বিত কাজ করার নির্দেশনা প্রদান করেন।
২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উনয়নের ক্ষেত্রসমূহ শক্তিশালীকরণে জোরালো ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত নবউদ্যোগ গ্রহণ ও সেগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদারীপুর ও শরীয়তপুরের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর আগামী চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ (ড্রাইভিং, ক্যাটারিং ও হসপিটালিটি, আইটি) তৈরির জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও মাদারীপুর ‘শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটে’ ভিডিপি সদস্যদের প্রশিক্ষনে যোগদানের প্রয়োজনীয় সমন্বয়ের জন্য মহাপরিচালক দিক নির্দেশনা প্রদান করেন।
‘‘সামাজিক বিনিয়োগ” ধারণার আদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘প্রান্তিক শক্তি’ ও ‘সঞ্জীবনী প্রজেক্ট’ কর্মসূচির আওতায় বাহিনীর প্লাটুনভুক্ত প্রশিক্ষিত ভিডিপি সদস্য-সদস্যাগণ ও দুর্দশাগ্রস্ত আনসার সদস্যরা উৎপাদনমুখী কর্মকাণ্ডের পাশাপাশি জীবনযাপনের মৌলিক চাহিদাসমুহ চলমান অন্যান্য রাজস্ব প্রোগামের সাথে সমন্বিত ব্যবস্হাপনার মাধ্যমে সুনিশ্চিত করবে।
বাহিনী প্রধানের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, বিএএমএস, জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা,কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ।