শেরপুর সংবাদদাতা : ঘাগড়া তেঁতুলতলা কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া তেঁতুলতলা বাজারে কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থী, শিক্ষক- গুণীজন সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পরে ইসলামি সংগীত, নুরানী শাখার বিভিন্ন বিষয়ে প্রদর্শনী, কৃতি শিক্ষার্থী, অতিথি সংবর্ধনা, আলোচনা সভা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ শেরপুর জেলা শাখার সভাপতি ও শেরপুর মাহবুব ফ্যাশন এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মাহবুব আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. সালেহ্ আহাম্মদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মাওলানা মুফতি আকরাম হোসেন শেরপুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নকলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমান লিটন, ৬ নং হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আঙ্গুর ইসলাম, হাতিবান্ধা ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম কাদির, ঘাগড়া দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আলহাজ্ব খন্দকার মো. হাবিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী, ঝিনাইগাতী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মমতাজ আলী, তেতুলতলা জীম ট্রেডার্সের সিজ্জাতুল মনির মাছুম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসলাম মিয়া, অত্র মাদরাসার পরিচালক মো. ইসমাইল হোসেন আকন্দ, মুহতামিম মোহাম্মদ সালেহ আহমেদ সহ মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকগণ। দোয়া পরিচালনা করেন লয়খা কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওলানা ছিদ্দিক আহমদ।