থামছেই না ইসরায়েলি নৃশংসতা, গাজায় নিহত বেড়ে ৩২৬২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছেই না দখলদার ইসরায়েলের নৃশংসতা। প্রতিদিনই সেখানে ইহুদিবাদী সেনাদের হামলায় প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে ১৫ জন নিহত হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছিল কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরেও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা এবং যুদ্ধবিমান পাঠাচ্ছে। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ২৬ কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য রয়েছেন যারা চিকিৎসা সেবা দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।দীর্ঘ প্রায় ছয় মাস ধরে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ৯২ জন। সূত্র: আল জাজিরা