টালিউডের বাংলা সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শারমান যোশী। একইসঙ্গে ইন্ডাস্ট্রিজের একই সিনেমায় কাজ করার কথা ছিল অভিনেতা খায়রুল বাশারের। ‘ভালোবাসার মরশুম’ নামের এই সিনেমায় অভিনয় করার কথা তাদের; যেখানে শারমানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তানজিন তিশাও। কিন্তু এরই মধ্যে খায়রুল বাশার জানালেন, সিনেমাটিতে আর থাকছেন না এই অভিনেতা।
খায়রুল এক ফেসবুক পোস্টে জানান, ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় তার অভিনয়ের কথা আগাচ্ছিল। চুক্তিবদ্ধও হতে যাচ্ছিলেন তিনি। কিন্তু শিডিউল জটিলতায় আর এগোননি অভিনেতা; সংগত কারণে সরে আসার ঘোষণা দেন।
খায়রুলের এমন বার্তা পেয়ে হতবাক বনে যান সিনেমাটির পরিচালক এম এন রাজ। পরিচালকের দাবি, খায়রুল এ সিনেমায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন, এমনকি পারিশ্রমিকের এক চতুর্থাংশ খায়রুলকে দেওয়াও হয়েছে।
পরিচালকের কথায়, ‘এ কথা খায়রুল কীভাবে বলছেন আমি জানি না। শুক্রবার ইমেইলে অভিনয়ের জন্য কনফার্মেশন লেটার পাঠান বাশার। এরপর শনিবার এক বার্তায় জানান, তিনি ছবিটি আর করছেন না। এরপর থেকে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এখনও জানিনা কি হবে।’
এই সিনেমায় খায়রুল বাশারকে নিয়ে ভাবা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই। সিনেমাটির গল্পপটে, ‘আবির’ নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায় শারমান জোশি, যার জীবনে এক সময় ছিল ‘পারমিতা’ নামের প্রেমিকা- সুস্মিতা চ্যাটার্জি। কিন্তু অতীতের সেই সম্পর্ক এখনও আবিরকে তাড়া করে বেড়ায়। এদিকে ‘হিয়া’ (তানজিন তিশা) সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে তার প্রেমে পড়ে যান। যদিও পরে আবির-হিয়ার বিয়ে হয়, কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে। কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে-সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা, যার মাঝে হাজির হয় বাসারের চরিত্র ‘গৌরব’।