দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের এডহক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার দক্ষিণ অঞ্চলের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের গভর্ণিংবডির (এডহক) কমিটি প্রথম সভা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্ণিংবডির (এডহক) কমিটির সভাপতি জিন্নাত শহীদ পিংকী। উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ মোঃ মহির উদ্দিন তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শফিকুল আলম লেবু, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি কে.এম মুশফিকুর রহমান সহ অন্যান্য সদস্যগণ।