খাদেমুল ইসলাম
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ী বহরে হামলার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম কে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মে তাকে গাজীপুরের কোনাবাড়ী আমবাগানের কাছে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ মে রোববার সন্ধ্যা রাতে গাজীপুরের চান্দিনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ী বহরে হামলা করে একদল দুর্বৃত্ত্ব। এতে গাড়ীর গ্লাস ভেঙ্গে যায় এবং হাসনাত আব্দুল্লাহ আহত হন। ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান জেকে সেলিম কে গ্রেফতার করেন। জেকে সেলিম দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকায় নানা ধরণের ব্যবসা করে আসছিলেন। কোনাবাড়ী থানার ওসি মোঃ সালাহ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহর গাড়ী বহরে হামলার ঘটনায় ঐ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাশর্^বতী বাসন থানায় হস্তান্তর করা করা হয়েছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, গাজীপুরে যেখানে ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশ বিস্তারিত জানতে পারেন। আমি পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিমের গ্রেফতারের কথা শুনেছি, তবে বিস্তারিত কিছু জানি না। অদ্যাবধি কোনো ম্যাসেজও আমি পাইনি। পেলে আপনাদের জানাতে পারবো।
দেওয়ানগঞ্জের ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার
