দেওয়ানগঞ্জের শাহজাদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২ দশক ধরে অমানবিক জীবনযাপন করছে

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শাহজাদপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান দীর্ঘ ২ দশক ধরে অমানবিক দুঃখ কষ্টে দিনাতিপাত করে আসছেন। তাকে অন্যায় ভাবে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের দাবি। ৪ ফেব্রুয়ারি সোমবার স্কুলে গেলে তাকে এক প্রকার অপমান করে বের করে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মোঃ হাবিবুর জানান, গত ২৪/০৭/২০২৩ মোঃ তরিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ২) এর এক লেখা পত্রে বলা হয়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শাহজাদপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে বিদ্যালয়ে পুনঃদায়িত্ব প্রদান সংক্রান্ত একটি পত্র দেন। ১৫/০২/২০২৮ মোঃ কামরুজ্জামান উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল ও উপরোল্লেখিত মোঃ হাবিবুর রহমানের পুনঃবহাল করা প্রসঙ্গে পত্রাদেশ দেন। এছাড়া গত ৩০/১১/২০২৩ মোঃ তরিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ২) এর এক পত্রে উল্লেখ রয়েছে প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ০৬/০৮/২০১৭ নির্দেশনা বলে ও মহামান্য হাইকোর্ট রিট পিটিশন নং-১৮৬১৬/২০১৭ এর পূর্নাঙ্গ রায় মোতাবেক তাকে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পুনঃদায়িত্ব প্রদানে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র দপ্তরে আবেদন করেন। সে মোতাবেক ৩১/০৭/১৯৮৮ ঐ বিদ্যালয়ে যোগদান করেন। অথচ তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে সাময়িক বরখাস্ত করা হয়েছে”। বর্তমানে তিনি দারুন অর্থ কষ্টে ভূগছেন। তিনি তার চাকুরী ফিরে পেতে চান।