খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শাহজাদপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান দীর্ঘ ২ দশক ধরে অমানবিক দুঃখ কষ্টে দিনাতিপাত করে আসছেন। তাকে অন্যায় ভাবে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের দাবি। ৪ ফেব্রুয়ারি সোমবার স্কুলে গেলে তাকে এক প্রকার অপমান করে বের করে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মোঃ হাবিবুর জানান, গত ২৪/০৭/২০২৩ মোঃ তরিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ২) এর এক লেখা পত্রে বলা হয়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শাহজাদপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে বিদ্যালয়ে পুনঃদায়িত্ব প্রদান সংক্রান্ত একটি পত্র দেন। ১৫/০২/২০২৮ মোঃ কামরুজ্জামান উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল ও উপরোল্লেখিত মোঃ হাবিবুর রহমানের পুনঃবহাল করা প্রসঙ্গে পত্রাদেশ দেন। এছাড়া গত ৩০/১১/২০২৩ মোঃ তরিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক ২) এর এক পত্রে উল্লেখ রয়েছে প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ০৬/০৮/২০১৭ নির্দেশনা বলে ও মহামান্য হাইকোর্ট রিট পিটিশন নং-১৮৬১৬/২০১৭ এর পূর্নাঙ্গ রায় মোতাবেক তাকে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পুনঃদায়িত্ব প্রদানে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র দপ্তরে আবেদন করেন। সে মোতাবেক ৩১/০৭/১৯৮৮ ঐ বিদ্যালয়ে যোগদান করেন। অথচ তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে সাময়িক বরখাস্ত করা হয়েছে”। বর্তমানে তিনি দারুন অর্থ কষ্টে ভূগছেন। তিনি তার চাকুরী ফিরে পেতে চান।
Related Posts
জামালপুরের সরিষাবাড়ীতে সমিতির স্থাপনার টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- AJ Desk
- June 26, 2024
স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরিয়া পাড়া শাখার সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা […]
জামালপুর বিআরটিএ ভ্রাম্যমান আদালত পরিচালিত
- AJ Desk
- June 25, 2024
এম.এফ.এ মাকাম : জামালপুরে বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিয়মিত […]
বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
- AJ Desk
- September 16, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর […]