খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের ৩ প্রতিবন্ধী সন্তানের অসহায় বৃদ্ধ বাবা দুলাল মন্ডলের সমস্যার শেষ নেই। দুলাল মন্ডল দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। তার ৩ জন পুত্র বুদ্ধি প্রতিবন্ধী। তারা হলেন, রিপন মন্ডল, শিপন মন্ডল ও রোকন মন্ডল। দুলাল মন্ডলের সাংসারিক অবস্থা একবারে ভালো না। নিজে এবং তার স্ত্রীর শারীরিক অবস্থা খুব খারাপ। নানা রোগে আক্রান্ত তারা। একেতো অভাবী সংসার, তার উপর ৩ জন প্রতিবন্ধী পুত্রের বোঝা টানা তার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। প্রতিবন্ধী ৩পুত্র পড়াশোনা করে, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয়ে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম নয়াদিগন্তকে জানান, দুলাল মন্ডলের ৩ বুদ্ধি প্রতিবন্ধী পুত্র আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে। সরকারের সুরক্ষা আইনে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, পুষ্টিকর খাদ্য, বিনোদন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে সমাজের মূলধারায় ফিরে আনা। কিন্তু এসবের অধিকাংশই পাচ্ছে না তারা। বৃদ্ধ দুলাল মন্ডল নয়াদিগন্তকে জানান,আমার ও আমার স্ত্রীর অনেক বয়স হয়েছে। শারীরিক সমস্যাতো আছেই, তার উপর ৩ জন প্রতিবন্ধী পুত্র। সবকিছু মিলে সংসার চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। তিনি চোখের জল ফেলে বলেন, আমি গরীব, বৃদ্ধ, আমার জনসংখ্যা কম থাকায় স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বৈধ ৪৩ শতক জমি বেদখল করে রেখেছে। স্থানীয়ভাবে চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকবার সালিশির আয়োজন করা হলেও, তারা সালিশ মানছেন না, বরং আমার বিরুদ্ধে একের পর এক পাল্টা মামলা মোকদ্দমা করে হয়রান পেরেশান করছে। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমার এই বৈধ্য ৪৩ শতক জমির ন্যায় বিচার ও উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
Related Posts
বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- AJ Desk
- April 30, 2024
জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান […]
এক দফা এক দাবি হান্নান তুই কবে যাবি
- AJ Desk
- August 26, 2024
মোহাম্মদ আলী : এক দফা এক দাবিতে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব […]
জামালপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে জিলাপী ও ছোলাবুট জব্দ
- AJ Desk
- April 4, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রীর খাদ্যমান বজায় রাখতে অভিযান পরিচালনা করেছে […]