খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি মধ্যপাড়া গ্রামের অগ্নিকান্ডে ৭ গরু ৭ ছাগল নগদ অর্থ সহ সর্বস্বান্ত গরিব অসহায় কৃষক পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজানুর রহমান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি গ্রামের সাবেক শিক্ষক মরহুম বিশু মাস্টার সাহেবের পুত্র। পোল্যাকান্দি মধ্যপাড়া গ্রামের জামাল উদ্দিন নামে একজন গরিব অসহায় কৃষক নিজে জৎসামান্য জমি-জমা ও অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে স্ত্রী সন্তান ভরণপোষন করে আসছিলেন। ক’দিন আগে তার একটি মাত্র ঘর অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়ে যায়। ঐ ঘরের এক পাশে তারা থাকতেন এবং অন্যপাশে ৭ গরু, ৭ ছাগল সহ অন্যান্য মালামাল রাখা হতো। ঐ একটি মাত্র ঘর পুড়ে যাওয়ায় ৭ গরু, ৭ ছাগল ও নগদ অর্থ সহ প্রায় ৬/৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়। গরু ছাগল সবগুলোই পুড়ে অঙ্গার হয়ে যায়। তারা প্রতিবেশীর বাড়ী ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। এ অবস্থা দেখতে পেয়ে ঐ অসহায় পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। তিনি ২ বান্ডিল টিন দান করা ছাড়াও অন্যান্য সহযোগিতা করেছেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আলতাব হোসেন, সাবেক ইউপি সদস্য আহমদ আলী আকলু ও সমাজসেবক মানিক মিয়া সহ অনেকেই জানান, মিজানুর রহমানের এই সহযোগিতা অনেক কাজে লেগেছে।
দেওয়ানগঞ্জে অগ্নিকান্ডে সর্বস্বান্ত কৃষক পরিবার : সহযোগিতার হাত বাড়ালো কেন্দ্রীয় ছাত্রদল নেতা
