দেওয়ানগঞ্জে অর্ধ গলিত অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ধারে আখ ক্ষেত থেকে অর্ধ গলিত এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ঐ বৃদ্ধের বয়স অনুমান ৫৫ বছর। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে কালো প্যান্ট সাদা শার্ট ও মাথার টাক পড়া। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নে হলকারচর ফুটানি বাজার বাহাদুরাবাদ নৌ-ঘাটের পাশে এক আখ ক্ষেতে অর্ধ গলিত ঐ বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সংগ্রহ করে লাশ থানায় নিয়ে যায়। অনেকে জানান, ফুটানী বাজার যমুনা নদীর ধারে এক আখ ক্ষেতে শ্রমিকরা কাজ করতে গিয়ে আখ ক্ষেতে পড়ে থাকতে দেখে ঐ অজ্ঞাত বৃদ্ধের লাশ। খবর জানা জানি হলে, এলাকার উৎসুক শতশত নারী পুরুষ সেখানে ভিড় জমায়, কিন্তু কেউ তাকে চিনতে পারে নি। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান দৈনিক আজকের জামালপুর কে জানান, স্থানীয় চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর ফুটানি বাজার বাহাদুরাবাদ নৌ-ঘাটের পাশে আখ ক্ষেতে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পড়ে থাকার সংবাদ জানা মাত্র আমি একদল পুলিশ সদস্য সহ ঘটনাস্থলে গমন করি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট সংগ্রহ করার পর লাশ থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়। এক উত্তরে তিনি জানান, ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিভাবে তার মৃত্যু হয়েছে, তা কিছু বলা যাচ্ছে না।