দেওয়ানগঞ্জে আনসার সদস্য কর্তৃক পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখার বিষয়ে সমঝোতা

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কর্তৃক দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ ইকবাল হোসেন কে খুটির সাথে বেঁধে রাখার বিষয়টি অবশেষে উভয় পক্ষের সম্মতিক্রমে আপোষ মিমাংশা হয়েছে বলে জানা গেছে। গত ১৯ জুন বৃহষ্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনের পূর্ব পাশে আনসার ব্যারাকে ঐ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ ইকবাল হোসেন অভিযোগ করেছিলেন, উপজেলা পরিষদে দীর্ঘ ২ বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সহ কজন বিল আদায়ে গমন করি। এবং উপরের নির্দেশে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেলে, সেখানকার আনসার সদস্যরা আমাদের দুর্ব্যবহার করে এবং হাতাহাতি শুরু করে। একপর্যায়ে আমাকে তাদের অফিসের লোহার খুটির সাথে বেঁধে ফেলে। ঐ দিন সে সময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স স্যার কর্মস্থলে ছিলেন না। শুনেছি তিনি ছুটিতে ছিলেন। সংবাদ পেয়ে আমার অফিসের কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান এবং পরবর্তীতে ইউএনওর বাসভবন সহ ঐ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিষয়টি আমার স্থানীয় কর্তৃপক্ষ উর্ধ্বতন মহল কে অবহিত করেন। অপর দিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স নয়াদিগন্ত কে জানান, “ঘটনার দিন আমি দেওয়ানগঞ্জে কর্মস্থলে ছিলাম না, ছুটিতে ছিলাম। ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। বকেয়া বিল বিষয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি আমাকে জানালে হয়তো এমন অপ্রীতিকর ঘটনা নাও ঘটতে পারতো। বিষয়টি ভাল হয়নি”। খোজ নিয়ে জানা গেছে, গত ২১ জুন শুক্রবার বিকেলে জামালপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক জনাব মোঃ শফিকুর রহমান বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে আপোষ মিমাংশা করে দিয়েছেন। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স নয়াদিগন্ত কে জানান, আমার অফিসের আনসার সদস্য এবং পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মচারীর মধ্যে যে ঘটনা ঘটেছিল, তা মিটমাট হয়েছে উভয় পক্ষের উপস্থিতিতে ও সম্মতিক্রমে। ৩ জন আনসার সদস্য ঘটনার ব্যাপারে ক্ষমা চেয়েছেন। তাদের ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করেছি। পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ ইয়াহইয়াহ সিদ্দিকী জানান, আমাদের মধ্যে অপ্রীতিকর ঘটনাটি উভয় পক্ষের উপস্থিতিতে এবং সম্মতিক্রমে সমঝোতা হয়েছে। আমরা মিলে মিশে সরকারের উন্নয়নে কাজ করে যেতে চাই।