খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি-২। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে। ২৮ আগষ্ট বৃহষ্পতিবার চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু কে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে আটক করা হয়। জামালপুর ডিবি-২ ওসি রুহুল আমিন তালুকদার এ সাংবাদিককে জানান, গ্রেফতারকৃত চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলুর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাকে বৃহষ্পতিবার সানন্দবাড়ী বাজার এলাকা থেকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় এনে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান এ সাংবাদিককে জানান, ডিবির হাতে আটক রেজাউল করিম লাভলুকে থানায় হস্তান্তর করা হয়েছে।
দেওয়ানগঞ্জে আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
