দেওয়ানগঞ্জে ইএসডিও’র উদোগে দিনব্যাপী গণ শুনানী অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানঞ্জে এনজিও ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী এক গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল ২০২৫ উপজেলা প্রাণি সম্পদ অফিসের সহযোগিতায়, ইএসডিও’র আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং সুইডেন সরকারের অর্থায়নে ঐ গণ শুনানী অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ হল রুমে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত গণ শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ নাজমুল হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইএসডিও’র প্রকল্প ম্যানেজার মোঃ আব্দুল বারী, ইএসডিও’র প্রকল্প অফিসার শাহানা পারভীন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্য। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া প্রকল্প) প্রাণি সম্পদ উন্নয়নে সেবাদান কারী ভূমিকা শীর্ষক ঐ দিনব্যাপী গণ শুনানী চলে দিনব্যাপী। সচেতনতা মূলক দিনব্যাপী গণ শুনানীর বিষয়টি স্থানীয় সর্বমহলে প্রশংসিত হয়।