খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ইএসডিওর- উদ্যোগে কৃষি বিষয়ক কমিউনিটি স্কোর কার্ড সেশন নাম্বার প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) কমিটির স্কোর কার্র্ড সেশন এট ইউনিয়ন লেভেল নাম্বার প্রদান অনুষ্ঠানটি ইএসডিওর উদ্যোগে অনুষ্ঠিত হয়। কৃষি বিষয়ক কমিউনিটি স্কোর কার্ড সেশন সেবা গ্রহিতা কর্তৃক সেবা দাতাদের নম্বর প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ সরকারি একেএম কলেজের প্রভাষক মোঃ আবু হানিফ, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ইএসডিওর প্রজেক্ট কো অর্ডিনেটর মোঃ আঃ বারী আকন্দ, ইউপি সদস্য ও চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাদল, কৃষক কমিটির সদস্য মোঃ ইনাজল হক, প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, এফএফ মৌসুমী রানী সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে ইএসডিওর- উদ্যোগে কৃষি বিষয়ক কমিউনিটি স্কোর কার্ড সেশন নাম্বার প্রদান অনুষ্ঠিত
