খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন (ক্রিয়া প্রকল্প)র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে মত বিনিময় ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব। এতে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশিদ আলম, ডাঃ আরিফুল ইসলাম, অধ্যাপক আবু হানিফ, ইএসডিও’র প্রজেক্ট কো-অডিনেটর মোঃ আব্দুল বারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইএসডিও’র প্রজেক্ট অফিসার শাহানা পারভীনের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় সিএইচপিপি ও সেবাদানকারীরও এতে বক্তব্য রাখেন। সভার শুরুতে রেজিষ্ট্রেশন, পরিচিতি পর্ব, উদ্বোধন, স্কোর কার্ড এর মাধ্যমে নম্বর তুলে ধরা, পরিকল্পনা প্রনয়ন বিষয়ে বক্তব্য, উন্মুক্ত আলোচনা, সেবার মান বৃদ্ধিতে অন্যান্য দপ্তরের ভূমিকা সহ নানা বিষয়ে আলোচনা হয়।
দেওয়ানগঞ্জে ইএসডিও’র উদ্যোগে মত বিনিময় সভা
