দেওয়ানগঞ্জে উদ্ধার গ্রেনেডটির বিস্ফোরণ ঘটালো সেনা বিশেষজ্ঞ দল

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানঞ্জে উদ্ধার হওয়া অবিস্ফোরিত গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার দুপুরে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয় দেওয়ানগঞ্জ রেল স্টেশনের পাশে চুলকানি বিলের কিনারায়। সেনা বিশেষজ্ঞ দল গ্রেনেডটির বিস্ফোরণ ঘটালে বিকট শব্দ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর মাঝে চাঞ্চল্য ও কিছুটা আতংক দেখা দেয়। বিস্ফোরণ ঘটানো স্থলের আশেপাশে সেনা সদস্য ও পুলিশ সদস্যরা কর্ডন দিয়ে রাখে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, জানান, পরিত্যাক্ত অবস্থায় পাওয়ায় গ্রেনেডটি পিওএফ ১৯৬৭ সালে তৈরি। ৫৬ লট নাম্বার। এটি মূলত একটি ফায়ার গ্রেনেড। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৫ এপ্রিল দেওয়ানগঞ্জ রেল স্টেশনের লোকো সেডের পাশে একটি রেলওয়ে পুকুর থেকে স্থানীয় লোকজন প্রথমে অবিস্ফোরিত গ্রেনেডটি পেলে পরে থানা ও সেনা ক্যাম্পে খবর দেওয়া হলে তারা সাথে সাথে গ্রেনেডটিকে নিরাপত্তা জনিত কারণে কর্ডন করে রাখে। পরে সেনাবাহিনী পক্ষ থেকে টাঙ্গাইল জেলার ঘাটাইল ক্যান্টনমেন্টে বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে জানালে তারা এসে ১৬ এপ্রিল দুপুরের দিকে দেওয়ানগঞ্জ রেল স্টেশনের পাশে চুলকানি বিলের ধারে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণ স্থলে বড় গর্তের সৃষ্টি হয়।