খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে এক প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ অন্যান্যরা। জানা গেছে, উন্নয়ন সংঘ (ইউএস) জামালপুর জেলায় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা গ্লোবাল এ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (এঅওঘ) এর সহায়তায় ক্লাইমেট এ্যাকশন এট লোকাল লেভেল (ঈধষষ) নামে একটি নতুন প্রকল্প দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করতে যাচ্ছে। অবহিত করণ সভায় নতুন এই প্রকল্পের উদ্দেশ্য লক্ষ্য সহ বিস্তারিত তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন, উন্নয়ন সংঘ ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহাদ ইবনে হুদা, পরিচালক (কর্মসূচি) মোর্শেদ ইকবাল ও উন্নয়ন সংঘ উপজেলা ম্যানেজার (ঈধষষ) মোঃ তাহেরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্যরা।
দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে প্রকল্প অবহিত করণ সভা
