দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে মেনকেয়ার এম্বাসেডরদের দিনব্যাপী প্রশিক্ষণ

Exif_JPEG_420

দেওয়ানগঞ্জ প্রতিনিধি : দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে মেনকেয়ার এম্বাসেডরদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত মেনকেয়ার এম্বাসেডরদের প্রশিক্ষণ কর্মশালায় ১৩ জোড়া (২৬ জন) দম্পতি অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ শরিফ উদ্দিন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেইঞ্জ অফিসার মনোয়ারা পারভীন। আলহাজ মোঃ আব্দুল খালেক খান সহ অন্যান্য। অষ্ট্রেলিয়ান এইড ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্প প্রশিক্ষণ শুরুতে রেজিষ্ট্রেশন, স্বাগত বক্তব্য, কোরআন পাঠ, পরিচিতি, প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রত্যাশা বিষয় সহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।