দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ (কল) উদ্যোগে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ; দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ (কল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহষ্পতিবার সকালে উপজেলা চিকাজানী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উন্নয়ন সংঘ (কল) প্রজেক্ট ম্যানেজার মোঃ তাহের আলীর সঞ্চালনায় এবং চিকাজানী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবু সুজিত কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, চিকাজানী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ হাসান মিয়া, চিকাজানী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসনেরা বেগম, কমিউনিটি ক্লিনিক মোখলেছুর রহমান, আবু রায়হান ও রাসেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।