দেওয়ানগঞ্জে এনজিও ইএসডিও’র উদ্যোগে জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশের ত্রৈমাসিক সভা

ai

খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে এনজিও ইএসডিও’র উদ্যোগে জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) জেন্ডার ও জলবায়ু জোট বাংলাদেশ এর ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন, এনজিও গনচেতনার প্রজেক্ট কো-অডিনেটর ফাতেমা নার্গিস। উপজেলা ক্রিয়া প্রকল্প অফিস কার্যালয় সভাকক্ষে আয়োজিত এনজিও ইএসডিও’র উদ্যোগে জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ আবু হানিফ, ইএসডিও প্রজেক্ট কো-অডিনেটর মোঃ আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ইএসডিও প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, লাইলী বেগম, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার আবুল হোসেন, মৌসুমী কিবরিয়া, লেমন মানখিন, নিলুফা আক্তার, রেবেকা ইয়াছমিন, সঞ্চয়, হাগিনগ সহ অন্যান্য। বক্তাগণ উপজেলা কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) জেন্ডার ও জলবায়ু জোট বাংলাদেশ এর উপর বিস্তারিত আলোচনা করেন।