দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে জাঙ্ক ফুড বিরোধী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আবু ছাইদের সভাপতিত্বে এবং মনোয়ারা পারভীন ময়না ও বিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব। অষ্ট্রেলিয়ান এইড ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অষ্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অষ্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) মাধ্যমে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ মোঃ আল আমিন, সেনেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক শফিউল্লাহ, রেবেকা বেগম, মোঃ নুরুন নবি সহ অন্যান্য। দিনব্যাপী ক্যাম্পেইনে খাদ্য বৈচিত্র ও ধরন, খাদ্য পিরামিড, হাত ধুয়ার ধারা ও অপুষ্টির দুষ্ট চক্র, মেনকেয়ার সহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ। শেষে রিক্তা আক্তার, লায়লা ইসলাম ও ইসরাত জাহানকে পুরষ্কৃত করা হয়।