দেওয়ানগঞ্জে কবি সুফি খাজা মুনিরের জন্ম উৎসব উপলক্ষে ৫৮ তম সুফি জয়ন্তী

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে কবি সুফি খাজা মুনিরের জন্ম উৎসব উপলক্ষে ৫৮ তম সুফি জয়ন্তী ২০২৪ যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। সুফি জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি সুফি খাজা মুনির উদ্দিন আহমেদ। পীর জাদা মোঃ ফজলুল হক চিশ্তির সভাপতিত্বে আয়োজিত উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমএম কলেজের সহকারী অধ্যাপক্ষ আশিষ কুমার সাহা, বিটিভির কন্ঠ শিল্পী সহকারী অধ্যাপক মোঃ ছানোয়ার হোসেন, বিটিভির সংঙ্গীত শিল্পী ও জিল বাংলা চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, শিক্ষক আলতাব হোসেন, সাংবাদিক এমএ রাজ্জাক মিকা, আতিয়ার রহমান চিশতি, মাওলানা হারুনুর রশিদ চিশতি সহ অন্যান্য। ১৪ নভেম্বর বৃহষ্পতিবার কবি সুফি জয়ন্তীর ১ম পর্বের শুরুতেই কোরআন পাঠ, কবির জীবনী পাঠ, বিভিন্ন মহলের পক্ষ থেকে উপহার ও মাল্য দান, ছাত্র-শিক্ষকদের কন্ঠে কবি রচিত কবিতা আবৃত্তি, কবি রচিত কবিতার ইংরেজী অনুবাদ আবৃত্তি সহ নানা কর্মসূচি পালিত হয়। ১ম পর্বের সমাপ্তির পর ২য় পর্ব শুরু হয় রাত পৌনে ১২ টায়। সুফি সংঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী লিয়াকত হোসেন ও ছানোয়ার হোসেন সহ ইউটিউব চ্যালেন সুফি সংঙ্গীত এর মিতা দেওয়ান, মিজান আল মোস্তফা নগরী, আল আমিন ও আয়েশা সিদ্দিকা মিতা সহ অন্যান্যরা। দেওয়ানগঞ্জে কবি সুফি খাজা মুনিরের জন্ম উৎসব উপলক্ষে ৫৮ তম সুফি জয়ন্তী ২০২৪ উদ্যাপন অনুষ্ঠানে শত শত আশেকান জাকেরান ও ভক্ত অনুরক্তদের সমাবেশ ঘটে।