দেওয়ানগঞ্জে গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও গ্রামীণ মেলা

ai

দেওয়ানগঞ্জ প্রতিনিধি : গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ অক্টোবর রোববার জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তয়াবনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এম,জে,সি) এর কারিগরি সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম বাদল। প্রভাষক মোঃ আবু হানিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর আজাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা রানী, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক নিউনেশন পত্রিকার প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উন্নয়ন সংঘ সাব-ডিষ্ট্রিক কো-অডিনেটর মোঃ শরিফ উদ্দিন, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার মোঃ আঃ বারী, ইউএসডিও প্রজেক্ট অফিসার শাহানা পারভীন সহ অন্যান্য। গ্রামীণ মেলায় ১০টি স্টল অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।