দেওয়ানগঞ্জে জনতার বাধায় নদী খনন কাজ বন্ধ!

খাদেমুল ইসলাম : গতিপথ নির্ধারণ জটিলতার কারণে বন্ধ হয়ে আছে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের খনন কাজ। নদী খনন প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে। এ যাবৎ খনন কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৩০-৩৫ ভাগ। কয়েক মাস ধরে পড়ে আছে বিআইডব্লিউটিএর যান, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল। এসব যান ও মালামাল পড়ে আছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া, বওলাতলী, মন্ডলবাজার ও বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি গ্রামে ব্রহ্মপুত্র নদে। নদী খনন কাজ এলাকাবাসীর বাধার মুখে পড়ে বন্ধ হয়েছে বলে জানান, বিআইডব্লিউটিএ কর্মকর্তাগণ, অপর দিকে এলাকাবাসী জানান, ব্রহ্মপুত্র নদটি এক সময় অনেক প্রশস্ত, গভীর ও ¯্রােতস্বীনি ছিল। দুপাড় ভেঙ্গে হাজার হাজার একর ফসলি জমি জমা বিলীন হয়েছে। অসংখ্য মানুষ হয়েছে ভূমিহীন ও গৃহহীন। পথের ফকির হয়েছে বহু মানুষ। পরবর্তীতে ব্রহ্মপুত্র নদটি ক্রমে সরু হয়ে যায়, নাব্যতা সংকটে পড়ে। বলা যায় মরে যায় নদটি। বন্যাকালে নদীতে পানি ভরে যায়, দুএক মাস পর তা শুকিয়ে যায়। নদীতলে ও নদীর দুপাড়ে জেগে উঠা জমি জমাতে মানুষ নানা রকম ফসল ফলায়। এখন দুপাড়ে উঠেছে অসংখ্য ঘর বাড়ি। এখন এ নদী খনন করা হলে, বন্যাকালে প্রবল পানির ¯্রােতে দুপাড় ভেঙ্গে ফের হাজার হাজার মানুষের বাড়ি ঘর ফসলি জমি বিলীন হয়ে যাবে। এছাড়া বেশিরভাগ জমি তাদের পৈত্রিক সম্পত্তি, তারা বিআরএস কাগজ মোতাবেক খনন করার দাবী জানান। জানা গেছে, ৫ বছর মেয়াদী নদী খনন প্রকল্পটির প্রথম বছর খনন, পরের তিন বছর রক্ষণাবেক্ষণের কথা রয়েছে। ৩০ ফিট প্রশস্থ ও ১০ ফিট গভীর করার কথা। এ পর্যন্ত এ কাজে ৫০০ কোটি টাকারও বেশি ব্যায় হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন সাংবাদিকদের বলেন, জটিলতার বিষয়টি নিয়ে ইতোপূর্বে একাধিকবার এলাকাবাসীদের সাথে মত বিনিময় করা হয়েছে। এলাকাবাসী ভুল বুঝছে, নদী খনন হলে নাব্যতা বৃদ্ধিপাবে, ভাঙ্গন কমে যাবে, গভীর জল সেচ দিয়ে কৃষকরা ফসল ফলাবে, মৎস্য চাষ সহ অন্যান্য কাজে সুফল পাবে। স্থানীয় বাসিন্দা আঃ রাজ্জাক, মহসিন, বাচ্চা গেল্লা, আঃ আলী, আবু ছাইদ, দুলু সহ আরো অনেকে জানান, বর্তমানে নদী মরে গেছে। নদীর তলে এবং দুপাড়ে মানুষ ফসল ফলায়, দুপাড়ে বাড়ী ঘর হয়েছে অসংখ্য। তাই এখন এ নদী খনন করা হলে আবারও তীব্র ভাঙ্গন শুরু হবে। বিলীন হয়েছে ফসলি জমা জমি ও বাড়ী ঘর।