খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে দেওয়ানগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলায়তনে সহকারী গ্রন্থাগারীক মোঃ আঃ রশিদের সভাপতিত্বে এবং সরকারি একে,এম কলেজের শিক্ষক মাহাবুব হাসানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হামিদুর হক, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক মদন মহন ঘোষ, প্রভাষক সমির কুমার রায়, সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল হক সহ অন্যান্য। বক্তাগণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দেওয়ানগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা
