খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় গণ গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, মহান বিজয় দিবস ২০২৪ এবং ৫ ফেব্রুয়ারী ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা সরকারি গণ গ্রন্থাগার মিলনায়তনে সরকারি গণ গ্রন্থাগার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান আসিফ উপস্থিত ছিলেন। উপজেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারীরিক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি একেএম কলেজের প্রভাষক মোঃ আবু হানিফ ও মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও কালের কণ্ঠ প্রতিনিধি তারেক মাহমুদ। শেষে প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
দেওয়ানগঞ্জে জাতীয় গণ গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
