নিজস্ব সংবাদদাতা ; জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রাম আদালত বিষয়ে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অংশগ্রহণকারী হিসেবে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব-সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে (ডিএমআইই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব ও কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হয়।
প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জাকিয়া সুলতানা প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
দেওয়ানগঞ্জে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
