খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ডিভোর্সী ২ সন্তানের স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীর এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ২৬ জুলাই শনিবার বিকালে দেওয়ানগঞ্জ বাজার গো-হাট মুক্ত মঞ্চ চত্তরে ঐ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক স্বামী মোঃ আরিফুল ইসলাম। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কালিকাপুর বাজারীপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাদশার পুত্র। আরিফুল ইসলাম পরিবার পরিকল্পনা বিভাগের একজন কর্মচারী। মা কে সাথে নিয়ে করা সংবাদ সম্মেলনে মোঃ আরিফুল ইসলাম বলেন, বিগত ১৪ জানুয়ারি ২০১৪ সালে আমি জেলার বকশীগঞ্জ উপজেলার আইরমারী গ্রামের আজমল হকের কন্যা সুইটি বেগমকে রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে করি। সংসার জীবনে ২ জন সন্তানও জন্ম নেয়। পরবর্তীতে পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ায় ২০১৮ সালে সুইটিকে ডিভোর্স দেই। এর কিছুদিন পর উভয়পক্ষের মধ্যে পারিবারিক বৈঠক ও গ্রাম্য শালিসীতে এই মর্মে সিদ্ধান্ত হয় যে, উভয়ে মিলে মিশে সংসার করবেন। কোনো রকম সমস্যা আর যেন হয় না। ২৭/০৩/২০১৯ রেজিঃ মূলে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমরা দুজন। কিন্তু দুঃখের বিষয় ৩ মাস অতিবাহিত না হতেই সুইটি বেগম সংসারে কলহ বিবাদ সৃষ্টি করে। এবং কী স্বামী ও শাশুড়ীর গায়ে হাত তোলে। এব্যাপারে আমি প্রতিবাদ করায় সুইটি আমার নামে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। আইনী মোকাবেলা কালে বিগত ২৬/০১/২০২০ সালে আমাদের মধ্যে ফের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিজ্ঞ আদালতে সুইটির করা মামলা থেকে বেকসুর খালাস পাই। আমাকে হয়রানি করার লক্ষে আবারও পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করে। যা বর্তমানে বিচারাধীন। সর্বশেষ ঘটনা ঘটে ২০/০৭/২০২৫ রাত ৮ টায়। আমি বাসায় না থাকার সুযোগে ডিভোর্সী নারী সুইটি বেগম আমার ঘরে অনাধিকার প্রবেশ করার চেষ্টা করে। আমার মা সহ অন্যান্যরা এতে বাধা দান করলে সে চরম ক্ষেপে যায় এবং মারমুখী হয়ে অশ্লীল গালাগাল শুরু করে। এ প্রেক্ষিতে ২০/০৭/২০২৫ আমি দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে, পুলিশ ঘটনাস্থলে এসে সুইটি বেগমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু পরদিন আবারও সুইটি বেগম আমার ঘরে বারংবার প্রবেশ করার চেষ্টা করে, অথচ তার সাথে আমার বৈধ কোন সম্পর্ক নেই। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় সে আমার বা আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
দেওয়ানগঞ্জে ডিভোর্সী ২ সন্তানের স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন
