খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে দিন মজুর দুলাল মন্ডল সেয়ান তিন প্রতিবন্ধী পুত্রদের নিয়ে দারুন সমস্যায় পড়েছেন। উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের দুলাল মন্ডলের তিন প্রতিবন্ধী পুত্ররা হচ্ছেন, রিপন মিয়া, শিপন মিয়া ও রোকন মিয়া। এরা জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে (প্রতিবন্ধী) লেখাপড়া করছেন।
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম জানান, দুলাল মন্ডল ৩ প্রতিবন্ধী পুত্র নিয়ে যারপর নাই সমস্যায় রয়েছেন এদের প্রতি সাহায্য সহযোগীতার হাত বাড়ানো খুবই প্রয়োজন। ৩ প্রতিবন্ধী পুত্রদের বাবা দুলাল মন্ডল নয়াদিগন্তকে জানান, আমি আমার তিন প্রতিবন্ধী পুত্রদের নিয়ে খুবই সমস্যায় রয়েছি। আমি একজন গরীব দিন মজুর, বাসা বাড়ীও ভাঙ্গা চুরা, দিন আনি দিন খাই। আমি এবং আমার স্ত্রীর ও শারীরিক অবস্থা ভালো না। আমাদের কিছু হলে এদের কি হবে আমি তা ভাবতেও পারিনা। প্রথম স্ত্রী রেহেনা বেগম জটিল রোগে মারা গেলে, রওশনআরা নামে এক মহিলাকে আমি দ্বিতীয় বিবাহ করি। পরবর্তীতে এই স্ত্রীর গর্ভ থেকে এই তিন জমজ প্রতিবন্ধী পুত্র জন্মলাভ করে। এদের ভোরন পোষন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছে। এদের দেখভাল বা ভোরন পোষনে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।