খাদেমুল ইসলাম : এক সময় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব চুনিয়াপাড়া গ্রামের শিশুরা প্রায় পুরোপুরি বঞ্চিত হচ্ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে। ঐ গ্রামে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। দূরদুরান্তে গিয়ে পড়াশোনা করতে আগ্রহ হারাচ্ছিল তারা। প্রতি বছর শিক্ষা থেকে ঝড়ে পড়ত অংসখ্য বালক বালিকারা। বিশেষ কোনো ধনাঢ্য ব্যক্তি এলাকায় না থাকায় এবং গ্রামের অধিকাংশ মানুষ গরীব থাকার কারণে নিজেরদের উদ্যোগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাও করতে পারত না। এ দিকে লক্ষ্য করে পূর্ব চুনিয়াপাড়া গ্রামের সমাজসেবক আলহাজ¦ মোঃ আব্দুল কাদের, তারপুত্র স্কুল শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা এগিয়ে এসে উদ্যোগ গ্রহণ করেন, যাতে করে ঐ গ্রামে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যায়। এরপর দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় দারুন নাজাত কওমী মাদরাসাটি। মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ আব্দুল কাদের, মাদরাসার মোতাওয়ালি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সেলিম এ সাংবাদিককে জানান, সেখানে প্রথমে টিনের চালা দিয়ে মাদ্রাসাটি শুরু করা হয়। পরবর্তীতে অনেকের সহযোগিতায় বর্তমানে ইটের দালানের কাজ চলছে কিন্তু টাকার অভাবে কাজ সমাপ্ত করা সম্ভব হচ্ছে না। তাই সবার কাছে বিনীত অনুরোধ মাদরাসার উন্নয়নকল্পে আপনারা সহযোগিতা করুন। প্রচন্ড গরমে কষ্ট করে শিক্ষার্থীরা ৪টি সোলার খুবই প্রয়োজন। পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ¦ মোঃ আব্দুল মোতালেব অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক ইয়াকুব আলী, নাজির আহমেদ, আশরাফুল ইসলাম, আবু সুফিয়ান সহ অন্যান্যরা এ সাংবাদিককে জানান, এক সময় এই এলাকায় ধর্মীয় শিক্ষা প্রদানের তেমন কোনো ব্যবস্থা ছিল না। এখন এই প্রতিষ্ঠান হওয়াতে প্রতি বছর শতশত শিক্ষার্থী ইসলামী শিক্ষা গ্রহণ করছে। এ প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসা দরকার।
দেওয়ানগঞ্জে ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে দারুন নাজাত কওমী মাদরাসা সহযোগিতার আহবান
