দেওয়ানগঞ্জে নারী বান্ধব বাজার স্থাপন বিষয়ে আলোচনা সভা

খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে সংশ্লিষ্ট লাইন বিভাগ এবং বাজার কমিটিকে সম্পৃক্ত করে নারী বান্ধব বাজার স্থাপন বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত ১৫ মে বৃহস্পতিবার উন্নয়ন সংঘ কার্যালয় সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্বাছ উদ্দিন, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব-ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ শরিফ উদ্দিন, বিডিও কৃষিবীদ মোঃ বাবুল মিয়া সহ অন্যান্য। বাজারে নারীদের গতিশীলতা বৃদ্ধি করা, বাজারে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বাজার কমিটির সাথে কার্যকরী ও সুসম্পর্ক গড়ে তোলা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা, নারীদের মধ্যে দর কষাকষির ক্ষমতা বিকশিত করা সহ অন্যান্য বিষয় নিয়ে বক্তাগণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় অংশ নেন, বাজার কমিটি, লাইন ডিপার্টমেন্ট ও অন্যান্য স্টেক হোল্ডারগণ। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বাবুল মিয়া ও মোঃ সাখাওয়াত হোসেন এ সাংবাদিককে জানান, জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস্ ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন প্রকল্প) অষ্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অষ্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি)র মাধ্যমে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ীদের মধ্যে পারুল আক্তার, অমিতাব কুমার সাহা, ইদ্রিস আলী, ফারুক মিয়া সহ অন্যান্য।