দেওয়ানগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক এক সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং উন্নয়ন সংঘ পরিচালক (কর্মসূচি) মোর্শেদ ইকবালের সঞ্চালনায় ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, যুব উন্নয়ন অফিসার আহসান হাবিব, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা জন স্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, এটিও রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও মদন মোহন ঘোষ, উন্নয়ন সংঘ সাব-ডিষ্ট্রিক কো অডিনেটর শরিফ উদ্দিন, উন্নয়ন সংঘ (কল) ম্যানেজার মোঃ তাহেরুল ইসলাম, দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালের পরিসংখ্যানবিদ মোঃ আলামিন হাসান, চেয়ারম্যান চর আমখাওয়া, চিকাজানী ও দেওয়ানগঞ্জ, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোঃ আবুল হোসেন সহ অন্যান্য। বক্তাগণ পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভায় পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।