দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ মধ্য পোল্যাকান্দি-সর্দারপাড়া বাজার সড়ক চলাচলে কষ্টের শেষ নেই

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মধ্য পোল্যাকান্দি গ্রাম হতে সর্দারপাড়া বাজার পর্যন্ত সড়ক যোগাযোগে কষ্টের শেষ নেই এলাকাবাসীর। সড়ক চলাচল উপযোগী করে তুলতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ঐ পথে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সড়ক যোগাযোগ অত্যন্ত খারাপ হওয়ায় বিশেষ করে স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, হাটুরে লোকজন ও বৃদ্ধ ও শিশুদের চলাচলে নিদারুন অসুবিধা দেখা দিয়েছে। এ পথে প্রতিদিন ছোট খাটো দূর্ঘটনা ঘটেই থাকে। বছরের পর বছর ধরে এলাকাবাসী এ পথটি উচু ও পাকা করণের দাবী জানিয়ে আসলেও আজও তা বাস্তবায়িত হয়নি। এ পথে কৃষকদের ফসলাদি আনা ও নেওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা। গত ক’দিন ধরে বৃষ্টি বাদলা হওয়ায় এ সড়কের নানা স্থানে হাটুজল ও কাদা জমে যাওয়ায় জন ও যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম। এসব এলাকার অনেকেই হাট বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বার হননা। স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আহমদ আলী আকালু ও মোঃ আলতাব হোসেন সহ গোলাম মোস্তফা, রাশেদুল, মানিক মিয়া, খিজির আলী, মঈনুল, শাকিল মাহমুদ, ফরিদ, শফিউল হক, জামির মিয়া, তুহিন, আমির আলী, মুসলিম, রফিজল, শামছুল, শফিকুল, জবিল, জলিল, সিদ্দিক আলী, সুরুজ সহ এলাকার শতশত নারী পুরুষ এ সাংবাদিককে ঘিরে ধরে আকুতি জানিয়ে বলেন, আমাদের কষ্টের শেষ নেই। এ দিকে পশ্চিম পাশে করালগ্লাসি যমুনা নদী, বাড়ী ঘর ভেঙ্গে নিচ্ছে অন্য দিকে এই পথে চলাচল একদম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এগুলো যেন দেখার কেউ নেই। তারা বলেন, পোল্যাকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান, আমাদের এসব কষ্টের দিকে লক্ষ করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার বিভিন্ন স্থান মাটি কেটে ভরাট করে দিয়ে চলাচলের ব্যবস্থা করছেন। তার প্রতি আমরা কৃজ্ঞত। আমাদের একটি প্রধান দাবী নদী ভাঙ্গন রোধ ও মধ্য পোল্যাকান্দি গ্রাম থেকে সদারপাড়া বাজার পর্যন্ত সড়কটির সংস্কার করে চলাচল উপযোগী করে তোলা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।