দেওয়ানগঞ্জে বিএনপির কোষাধ্যক্ষ মিল্লাতের দিনব্যাপী কর্মসূচি পালন

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত শনিবার দেওয়ানগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাকের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, বেলা ১১ টায় মরহুম এডভোকেট আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ, বিকালে চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল ফুটবল ম্যাচের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও সন্ধ্যায় চিকাজানী ইউনিয়নের চর মাগুরী হাট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন। এছাড়া শনিবার সকাল ১০ টায় শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাকের ২৬ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে এক শোক র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আগামী কাল ১২ অক্টোবর এম.রশিদুুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি হিসেবে মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, একই দিন বিকাল ৪ টায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময়ে মিলিত হবেন এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি ঢাকার উদ্দ্যেশে যাত্রা করবেন। সমস্ত কর্মসূচি পালনকালে তার সাথে ছিলেন, উপজেলা ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, ২৬ বছর আগে ১৯৯৯ সালে দেওয়ানগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলায় নিহত হয়েছিলেন শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাক।