দেওয়ানগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী রশিদ্জ্জুামান মিল্লাতের পক্ষে ভোট ও দোয়া চাইলেন উপদেষ্টা কমিটি

খাদেমুল ইসলাম : জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বর্তমান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ভোট ও দোয়া চাইলেন দলের উপজেলা উপদেষ্টা কমিটি। সোমবার ২৪ নভেম্বর দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের চিকাজানী চন্দ্রাপাড়া গ্রামে সন্ধ্যারাতে এক উঠান বৈঠকে কয়েকশ নারী-পুরুষের নিকট ভোট ও দোয়া চান উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ। সেদিন লিফলেটও বিতরণ করা হয়। ঐদিন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য শওকত হায়দার খসরুর সভাপতিত্বে এবং উপদেষ্টা সদস্য সাবেক কমিশনার আলহাজ্জ্ব মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য মো. মুজাহিদুর রহমান আঞ্জু, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সালাম খোকা, উপদেষ্টা সদস্য খাদেমুল ইসলাম, উপদেষ্টা সদস্য ডা. জাওয়াদুল আজীম নিখিল, উপদেষ্টা সদস্য মো. শাহজাহান আলী, কমিটির সদস্য মুকাদ মিয়া, সমাজসেবক জসিজল হক সোনা মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেওয়ানগঞ্জের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে, নদ-নদীর ভাঙ্গন রোধসহ নানাবিধ সমস্যার সমাধানের লক্ষ্যে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত শশ নারী-পুরুষ স্লোগান দিয়ে সমর্থন ব্যক্ত করেন।