দেওয়ানগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উন্নয়ন সংঘের উদ্যোগে র‌্যালী, আলোচনা ও বৃক্ষ চারা বিতরণ

খাদেমুল ইসলাম ; বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ ও সবুজায়ন অভিযানের অংশ হিসেবে ৫ জুন বুধবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের রামপুরা গ্রামের উন্নয়ন সংঘ জেসমনি প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ১শ জন নারী পুরুষের মাঝে বিভিন্ন জাতের ৩শ বৃক্ষ চারা বিতরণ করা হয়। বিশ^ পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ঃ “করব ভূমি পুনঃরুদ্ধার রুখবো মরু ময়তা অর্জন করতে হবে খরা সহনশীলতা”। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চিকাজানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম আক্কাছ। উন্নয়ন সংঘ জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্লুভ নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের জেন্ডার ও দূর্যোগ বিষয়ক কর্মকর্তা মনোয়ারা পারভীন ময়নার সঞ্চালনায় বিশ^ পরিবেশ দিবসের উপর বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ সাব ডিস্ট্রিক কো-অডিনেটর মোঃ শরীফ উদ্দিন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, উন্নয়ন সংঘ মনিটরিং এন্ড এ ভ্যালুয়েশন অফিসার জহিরুল ইসলাম, বিজনেস ডেভেল্পমেন্ট অফিসার বাবুল মিয়া সহ অন্যান্য। উন্নয়ন সংঘ সাব ডিস্ট্রিক কো-অডিনেটর মোঃ শরীফ উদ্দিন এ সাংবাদিককে জানান, উন্নয়ন সংঘের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সুবজায়ন অভিযানে ১০ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি চলছে। যা চলবে জুন থেকে আগষ্ট ২০২৪ পর্যন্ত।