দেওয়ানগঞ্জে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

খাদেমুল ইসলাম ; ‘সকল বাধা দুর করে দুর করি, মাতৃ দুগ্ধ পান নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জে বিশ^ মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ^ মাতৃ দুগ্ধ সপ্তাহ (১-৮ আগষ্ট) ২০২৪ উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর ও কেল্লাকাটা গ্রামে ৭০ জন গর্ভবতী ও দুগ্ধবর্তী নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ আগষ্ট ২০২৪ইং মঙ্গলবার সকালে চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ এর সাব ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং উন্নয়ন সংঘের পুষ্টি অফিসার রাহাত আরা সামীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব। আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালের পরিসংখ্যানবিদ মোঃ আল আমিন হাসান, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, হলকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ অন্যান্য। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জেসমিন প্রজেক্ট এর আয়োজনে অতিথিবৃন্দ বিশ^ দুগ্ধ সপ্তাহ ২০২৪ বিষয়ে এবং মাতৃ দুগ্ধ পানের গুরুত্ব ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।