দেওয়ানগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ^ হাত ধোয়া প্রদর্শনী উপলক্ষে এক বণার্ঢ্য রাল্যী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান। এবারের প্রতিপাদ্য বিষয় “হাত ধোয়ার নায়ক হোন”। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে এবং অষ্ট্রেলিয়ান এইড ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় আয়োজিত বিশ^ হাত ধোয়া দিবসের কর্মসূচির এক আলোচনা সভা চুকাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাবনী বেগমের সভাপতিত্বে ও উন্নয়ন সংঘ সাব ডিষ্ট্রিক কো-অডিনেটর মোঃ শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এসিল্যান্ড এবং বিশেষ অতিথি হিসেবে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ মাজেদুর রহমান, চুকাইবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আফরোজা বেগম ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, উন্নয়ন সংঘ বিডিও (বিজনেস ডেভেলপমেন্ট অফিসার) মোঃ মিজানুর রহমান, বিডিও (বিজনেস ডেভেলপমেন্ট অফিসার) মোঃ সাখাওয়াত হোসেন সরকার ও বিডিও (বিজনেস ডেভেলপমেন্ট অফিসার) বাবুল মিয়া উপস্থিত ছিলেন। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউটিশন (জেসমিন প্রকল্প) অষ্ট্রেলিয়ান সরকারে সহায়তায় অষ্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) মাধ্যমে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে।