খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে দুর্বৃত্ত কর্তৃক নিক্ষেপিত শিশু মুজাহিদের (৫) সন্ধান মেলেনি দীর্ঘ ৪ দিনেও। মুজাহিদ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের গার্মেন্টস কর্মী মোঃ বাবুল আক্তারের পুত্র। জানা গেছে, মায়ের কাছ থেকে ৫শ টাকার একটি নোট নিয়ে নিজ গ্রামের একটি দোকানে কেনাকাটা করতে যায় শিশু মুজাহিদ। ভাংতি না থাকায় দোকানদার তাকে সওদা না দিলে, সে নোট নিয়ে শিশু মুজাহিদ বাড়ি মুখে রওনা হয়। পথিমধ্যে বখাটে শামীম ঐ টাকার লোভে প্রথমে শিশুটি কে প্রভাবিত করার চেষ্টা করে, তাতে কাজ না হওয়ায় তার হাত থেকে ৫ শ টাকার নোটটি কেড়ে নেয়। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ী মুখে আসার সময় বলতে থাকে যে, আমি আম্মা কে এ কথা বলে দেব। এ কথা শোনে বখাটে শামীম শিশু মুজাহিদকে গলা টিপে ধরে নিয়ে গিয়ে পাশর্^বতী ব্রহ্মপুত্র ¯্রােতস্বীনি নদের পানিতে নিক্ষেপ করে। এ ঘটনা ঘটে গত শুক্রবার দুপুরে সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া গ্রামের নদে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবীব সাত্তির সাথে যোগাযোগ করা হলে তিনি নয়াদিগন্তকে জানান, শিশু মুজাহিদ ৫শ টাকার একটি নোট নিয়ে গ্রামের একটি দোকানে সওদা করতে গেলে ভাংতি না থাকায় সে টাকা নিয়ে ফেরত আসতে থাকে। পথিমধ্যে একই গ্রামের বখাটে দুর্বৃত্ত শিশু মুজাহিদের কাছ থেকে টাকাটি কেড়ে নেয়। কেঁদে বাড়ী ফেরা কালে বলে আমি মা’কে সব বলে দেব। এসময় তাকে ধরে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিষয়টি চারিদিকে জানাজানি হলে এলাকাবাসী বখাটে দুর্বৃত্ত শামীমকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে শামীম। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবিব সাত্তি জানান, ধৃত শামীমকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার পর্যন্ত নিখোঁশ শিশু মুজাহিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এব্যাপারে নিখোঁজ মুজাহিদের পিতা মোঃ বাবুল আক্তার বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৩, তারিখ: ১১/০৫/২০২৪, ধারা: ৩০২/২০১ পেনাল কোড। আসামী শামীম সহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে মামলা রুজু করা হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আবু রায়হান। ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন ব্যাপক খোজাখুজি করে যাচ্ছে। ৪ দিনেও শিশু মুজাহিদের সন্ধান না পাওয়ায় মা-বাবা সহ আত্মীয় স্বজন পাগল প্রায়।
Related Posts
জামালপুরে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘরের চাবি বিতরণ
- AJ Desk
- June 12, 2024
এম.এ রফিক : সারা দেশের ন্যায় মঙ্গলবার জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী […]
সামিয়ানার নীচে পরীক্ষা দিচ্ছে কলাবাধা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীরা
- AJ Desk
- February 19, 2024
মোহাম্মদ আলী : নিজেদের স্কুলে নিজেদের কেন্দ্র বসে পরীক্ষা দিচ্ছে মেলান্দহ উপজেলার দুরমুঠ কলাবাধা বহুমুখী […]
মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছে শিশু মুনম
- AJ Desk
- February 24, 2024
এম.এ রফিক : জামালপুরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এম.এ রশিদ মেমোরিয়াল একাডেমির আয়োজনে কবিতা […]