দেওয়ানগঞ্জ সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৩ গ্রামকে রক্ষাকল্পে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মধ্য পোল্যাকান্দি গ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজানুর রহমানের সহযোগিতায় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানব বন্ধনে স্থানীয় গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সমাজসেবক মুছা আলম, সমাজসেবক ও কবি এমএ রাজ্জাক মিকা, উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, শিক্ষক নেতা মোঃ মাহমুদুন্নবী উজ্জল, মোঃ সাইফুল ইসলাম, আহমদ আলী আকালু মেম্বার, সাবেক ইউপি সদস্য হাসমত আলী, সাবেক মেম্বার আলতাব হোসেন, শিক্ষক আয়ুব আলী, আঃ ছালাম সহ অন্যান্য। মানব বন্ধনে অংশ নেন ভাঙন এলাকা পোল্যাকান্দি মধ্যপাড়া, ফারাজিপাড়া, সর্দারপাড়া, নয়াগ্রাম, গমের চর সহ বেশ কটি গ্রামের মানুষ। বক্তাগণ বলেন, দশকের পর দশক ধরে ভাঙছে দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র নদটি। ইতিপূর্বে ফারাজীপাড়া, নয়াগ্রাম, পোল্যাকান্দি, গমের চর, সর্দারপাড়া, উকড়াপাড়া, মন্নেগ্রাম সহ ১০/১২টি গ্রাম নদীতে বিলীন হয়ে গেলে তারা নতুন করে বসতি শুরু করেছিলেন। এখন সেখানেই প্রবল ভাঙন। অসংখ্য বাড়ী ঘর, নানা স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, জমি-জমা, জনপদ নদীতে বিলীন হয়েছে। স্থানীয় বাসিন্দা খিজির আলী, ফিরোজা বেগম, ফরিদা বেগম, তিশা, ধলি বেগম, কালিয়া বেপারী সহ অনেকেই নয়াদিগন্তকে জানান, আমরা ইতোপূর্বে ৮ থেকে ১০ বার নদী ভাঙনের শিকার হয়ে নতুন বসতি গড়ার স্থানে পরিবার পরিজন নিয়ে বসবাস করে যাচ্ছি। এখানেও নদী হানা দিয়েছে। দিন রাত ভাঙন শুরু হয়েছে। এবার নদীতে বাড়ী ঘর ভাঙলে অন্যত্র গিয়ে উচ্চ মূল্যে জমি কিনে বাড়ী ঘর করা আমাদের পক্ষ সম্ভব হবে না। আমরা এখন কোথায় যাবো? কি করে খাবো। জমা-জমি নাই, বাড়ী ঘরও বিলীন হচ্ছে নদীতে। এ যাবৎ অনেক জনপ্রতিনিধি ও সরকারের পক্ষ থেকে নদী ভাঙন রোধ ও বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও কার্যকর হয়নি। আমরা সরকারের কাছে তড়িৎ গতিতে নদী ভাঙন প্রতিরোধ ও শক্তিশালী একটি বাধঁ নির্মাণের দাবী জানাচ্ছি।
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ৩ গ্রামকে রক্ষাকল্পে মানববন্ধন
