দেওয়ানগঞ্জে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র সহ আটক ৭

নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি ২ এর বিশেষ অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীও অস্ত্র সহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৪ঠা আগস্ট সোমবার রাত সোয়া তিনটার সময়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন পাথরের চর পূর্ব পাড়ায় একাধিক মাদক ব্যবসায়ী বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে জমায়েত হয় তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই মণি সাধ্য ও মোশারফ, আলামিন সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে পলাশ মিয়া, জাহিদুল ইসলাম, মিস্টার আলী, শাহজাহান, আব্দুল আয়েল,সবুজ মিয়া, শাহীন কে গ্রেফতার করেন। এছাড়াও আলম সহ অজ্ঞাতনামা আরো তিনজন পলাতক রয়েছে। জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি২ এর অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন তালুকদার বলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়েছেন। আটককৃত ৮৩ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮ হাজার পাঁচশত টাকা। তিনটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা সহ একটি অস্ত্র মামলা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতার করতেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।