দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বানিয়ানীরচর মধ্যপাড়া গ্রামে মজমাউল আবরার সামাজিক সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ খানের সঞ্চালনায় এবং সংগঠন সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও বিশিষ্ট সাংবাদিক খাদেমুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ কাজল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য মোঃ রতন মিয়া, মঞ্জু মিয়া, আঃ রহিম, মোঃ শাহিন মিয়া সহ অন্যান্য। সন্ধ্যায় মোঃ আজিম এর সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মীম সহ অন্যান্য শিশু শিল্পীদের গানে ও নাচে মুগ্ধ হয় শতশত দর্শক শ্রোতা।
দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসে মজমাউল আবরার সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
