খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আযোজনে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত অবহিত করণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবারের নির্বাচিত সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, খরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ হাসান, কাঠার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, জীবন নাহার, আঃ রাজ্জাক, আবু হানিফ, আমেজ আলী সহ অন্যান্য। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন, দেওয়ানগঞ্জ পৌরসভায় ১টি এবং দেওয়ানগঞ্জ, চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নে ১টি করে কিশোর কিশোরী ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাবে ১জন করে শিক্ষক এবং ৩০ জন করে শিক্ষার্থী রয়েছে। এরা নানা প্রতিভায় উদ্ভাসিত। নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা চর্চা করে থাকে। বাল্য বিয়ে, যৌতুক সহ সমাজের নানা অসামাজিক কাজে তারা মানুষকে সচেতন করা ছাড়াও প্রশাসনের সহায়তায় সেসব বন্ধের ব্যবস্থাও করে থাকে।
দেওয়ানগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির অবহিত করণ সভা
