দেওয়ানগঞ্জে মায়ের বিরুদ্ধে পুত্রের সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে পুত্রের বিরুদ্ধে মায়ের চুরির অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে পুত্রদের পক্ষ থেকে। বৃদ্ধ মা পুত্রের বিরুদ্ধে গাভীন গরু চুরির একটি লিখিত অভিযোগ দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়ের করেছে। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ২ পুত্র মোঃ মনিরুল ইসলাম ও মোঃ আমিরুল ইসলাম। লিখিত বক্তব্যে পুত্র মোঃ মনিরুল ইসলাম উল্লেখ করেন, ১ সেপ্টেম্বর আমি সহ অন্য আরেক ভাই কে জড়িয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি গরু চুরির অভিযোগ দায়ের করেন। দীর্ঘ ৮ মাস যাবৎ আমাদের সাথে পারিবারিক বিভিন্ন কলহ বিরোধ করে আসছে এবং কি এক পর্যায়ে আমাদের গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে আমার অন্য ভায়েরা। শুধু তাই নয়, আমাকে হত্যা করে বাবার কবরের পাশে দাফন করার কু-উদ্দেশ্যে একটি কবরও খনন করেন তারা। এমতাবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩১ জুলাই ২০২৫ তারিখে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করি। জিডি নং- ১৪০৪, তাং: ৩১/০৭/২০২৫। মনিরুল ইসলাম আরো উল্লেখ করেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন স্থানে বেসরকারি চাকুরী করে আসছি। এখন চাকুরী শেষে বাড়ীতে আসার পর থেকে আমার ছোট দুই ভাই ছামিউল ইসলাম মিন্টু ও নুরুনবী আজাদ। আমার নিজ নামে ক্রয়কৃত সম্পত্তি বুঝে না দিয়ে উল্টো আমাদের বাড়ী থেকে বের করে দেওয়ার নানা ষড়যন্ত্র করছে আমার মা ও দুই ভাই। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ দাতাদের কাছে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রদান করে সংবাদ প্রচার ও প্রকাশ করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।