দেওয়ানগঞ্জে মাহিন্দ্রর চাকায় পিষ্ট শিশু আয়েশা

খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে প্রত্যন্ত এলাকায় আয়েশা খাতুন (৪) নামে এক শিশু মাটি বহনকারী মাহিন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে এ ঘটনা ঘটে জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৩০ কি.মি দুরবর্তী চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকায়। নিহত শিশু আয়েশা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র সন্তান। সে কিছু দিন আগে সানন্দবাড়ীতে তার নানার বাড়ীতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার তার নানা বাড়ী এলাকায় রাস্তা পাড় হবার সময় দ্রুতগামী একটি মাটি বাহী মাহিন্দ্র গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়েশা খাতুন মারা যান। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল রহিম দূর্ঘটনাস্থলে গমণ করে মাহিন্দ্র গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গেছে, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।