দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার প্রশংসনীয় উদ্যোগ

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার একটি মহৎ উদ্যোগের বিষয় সর্বমহলে প্রশংসিত হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কালে তদানিন্তন বুয়েটের মেধাবী ছাত্র ও তুখোর ছাত্রনেতা শহীদ আনোয়ারুল আজিম ছানাকে নির্মম ভাবে হত্যা করে বর্বর পাকহানাদার বাহিনী। শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জালালুল আজিম ছানা, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুল্লাহ আলামিন জিহাদ সরকার ও কোষাধ্যক্ষ আলহাজ মোঃ জাকির হোসেন জানান, তদানিন্তন বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর মহাকুমার দেওয়ানগঞ্জ থানায় সর্বপ্রথম স্বাধীন বাংলা পতাকার উত্তোলনের অভিযোগে আনোয়ারুল আজিম ছানাকে তার নিজ বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে মৃত্যুপুরী বলে পরিচিত বাহাদুরাবাদ ঘাটে অমানবিক নির্যাতন চালায় পাকহানাদার বাহিনী। মুমুর্ষু অবস্থায় তাকে ছেড়ে দিলে বাড়ী ফিরে কদিনের মধ্যেই মারা যান তিনি। তারই নামে গঠিত শহীদ ছানা সমাজ কল্যান সংস্থা উদ্যোগ নিয়েছেন চলতি মাহে রমজানে প্রতি শুক্রবার গরীব অসহায়, অস্বচ্ছল, নি¤œ আয়ের মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করবেন। সামনের ঈদেও তাদের সম্ভব মতো সহযোগীতা করার পরিকল্পনা রয়েছে। রমাদানে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরনের এ উদ্যোগের বিষয়টি স্থানীয় নানা মহলে প্রশংসীত হচ্ছে।