নিজস্ব সংবাদদাতা : জাতীয় উন্নয়ন কর্মকান্ডে কিশোরীদের সম্পৃক্ত করা ও তাদের অবদানকে নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন সংঘের মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির উদ্যোগে সংলাপ ফোরাম এপেক্স বডির সদস্য ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে ১৭ নভেম্বর, সোমবার মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক উন্নয়ন জাহাঙ্গীর সেলিম। সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস.এ সামসুদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি সজল চন্দ্র ভদ্র, সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী কামাল হোসেন প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপনা করেন সিডসের কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম। অন্যান্য অংশগ্রহণকারী হিসাবে সংলাপ ফোরাম এপেক্স বডির সদস্য, উপদেষ্টা সদস্য এবং জেলা নারী ও শিশু নেটওয়ার্কের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংলাপ ফোরাম সদস্যরা কাজের অগ্রগতির বিবরণ উপস্থাপন করেন। এছাড়া চলমান কাজসমূহ প্রশাসনের সাথে সমন্বয় করে গতিশীল করা এবং পরিকল্পনা প্রনয়ণের তথ্য-উপাত্ত তুলে ধরেন। সিডস কর্মসূচি সূত্র জানায়, সংলাপ কেন্দ্র ও সংলাপ ফোরামের মাধ্যমে এলাকায় বাল্যবিয়ে, মাদক, যৌন হয়রানি, স্কুল থেকে শিক্ষার্থী ঝরেপড়া, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধসহ শিশু, কিশোর, কিশোরীদের সর্বোত্তম সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
সভা সূত্র জানায় নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর উপজেলায় সিডস কর্মসূচি বাস্তবায়ন করছে।
দেওয়ানগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে সংলাপ ফোরাম এপেক্স বডির মতবিনিময়
