খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে এনজিও বেইস এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এম এ সাত্তারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৬ মে সোমবার সকালে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের বানিয়ানীরচর গ্রামে বেইস কার্যলয় সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইস দেওয়ানগঞ্জ ট্রেনিং ম্যানেজার মোঃ তাহেরুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন বেইস কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ মাহফুজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক সাবেক প্রেসক্লাব সভাপতি খাদেমুল ইসলাম, জিলবাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ লিচু মিয়া, বেইস এর সাবেক সিডিও মোঃ আব্দুর রাজ্জাক, বেইস সেলাই প্রশিক্ষক তাপস কুমার, হিসাব রক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাউল গণি, হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক সহ অন্যান্য। বক্তাগণ এনজিও বেইস এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এম এ সাত্তারের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। শেষে ড. এম এ সাত্তারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক।
দেওয়ানগঞ্জে সাত্তারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
